সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখত সুভাষ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভোগছিলেন।
আগামীকাল যুক্তরাষ্ট্রে তার জানাজার নামাজ শেষে সেখানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা মরহুম হোসেন বখতের তিন ছেলে মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন সুভাষ বখত ছিলের তাঁদের একজন।মরহুম আনোয়ার বখত সুভাষ সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম মনোয়ার বখত নেক, সাবেক প্রয়াত পৌর মেয়র আয়ুব বখত জগলুল, বর্তমান মেয়র নাদের বখত ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের বড় ভাই।
সুভাষ বখতের যুক্তরাষ্ট্র প্রবাসী ভাই বাবর বখত বলেন, দুই বছরের বেশি সময় ধরে বিভিন্ন অসুখের সাথে লড়াই করার পর সোমবার সন্ধ্যায় বোমান্ট হাসপাতালে তিনি মারা যান
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন