৪ অক্টোবর, ২০২৩ ১৯:১১

গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রাবাস উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রাবাস উদ্বোধন

নির্মাণের প্রায় ৬ বছর পর উদ্বোধন হলো গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রাবাস। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পাঁচ তলা বিশিষ্ট ১০০ আসনের নির্মিত ছাত্রাবাসটি কাজ শেষ হয় ২০১৭ সালের এপ্রিলে। নির্মাণ কাজ শেষ হলেও সেই থেকে প্রায় ছয় বছর পড়েছিল ছাত্রাবাসটি। 

বুধবার দুপুরে এ ছাত্রাবাসটির উদ্বোধন করা হয়। ছাত্রাবাসটি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আনিসা আকতার চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ, অর্থনীতি বিভাগের প্রধান এস.এম আসাদুল ইসলাম আসাদ, ইংরেজি বিভাগের প্রধান আব্দুর রশিদ, সহযোগি অধ্যাপক (বাংলা) আনোয়ার হোসেন, সহকারি অধ্যাপক (গণিত) ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসিফ সরকার, ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি নাইমুল ইসলাম বিশালসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর