৯ অক্টোবর, ২০২৩ ১৬:৫৩

বগুড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলন

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার সন্ধ্যায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম। 

সম্মেলনে সভাপতি ভুট্টো শেখ, সিনিয়র সহ সভাপতি পদে জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বেল্লাল হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক সবুজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে সবুজ হোসেন নির্বাচিত হন। পরে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যদের নাম ঘোষণা করা হয়।

উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন সরকারের সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মাহবুবুল আলম হিরু, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, আব্দুর রশিদ মুকুল, ফিরোজ আহম্মেদ। এছাড়া অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আব্দুল মোমিন ও শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশিদ আপেল, তবিবর রহমান, ফেরদৌস জামান, মাহবুবুবার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। শ্রমিক দলের ওই সম্মেলনে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর