৯ অক্টোবর, ২০২৩ ১৭:০০

শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন: ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন: ইকবালুর রহিম

বাংলাদেশকে আবারো পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে এমন আশঙ্কা প্রকাশ করে দেশ প্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর পঞ্চম সংশোধনীর মাধ্যমে দেশে ধর্ম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা শুরু করেন। ফলে বিএনপি জামায়াতের আমলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের চাকরি হতো না, দুর্গাপূজা করতে পারত না, হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দিত, ভয়ের মধ্যে ছিল এদেশের হিন্দু সম্প্রদায়। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে উদ্বুদ্ধ করে অসাম্প্রদায়িক রাজনীতির জন্ম দেন। হিন্দু মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না আসলে হিন্দুরা বিচারক, সচিব, ডিসি, এসপি, ইউএনও, ওসি হতে পারতেন না। আজ রাষ্ট্রের বিভিন্ন অফিস আদালতে, মন্ত্রণালয়ে সনাতন ধর্মের মানুষ চাকরি করছেন। আর এই অবদান শেখ হাসিনার। 

সোমবার দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট ও হিন্দু সৎকার সমিতির আয়োজনে ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট-এর শ্রী শ্রী দুর্গা মাতা মন্দিরের উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট ও হিন্দু সৎকার সমিতির সভাপতি বাবু সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপ-সচিব মোরারজী দেশাই, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ নুর এ আলম, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মনন্দ মহারাজ, শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির এর অধ্যক্ষ বিক্রমী রাম দাস, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর প্রেসক্লাব ও পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, দিনাজপুর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রতন সিং, দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ সিংহ, সদস্য ডাঃ ডিসি রায়, ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট ও হিন্দু সৎকার সমিতির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র শীল, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী প্রমূখ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর