ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার সকালে দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ রাস্তার মাথায় মোটরসাইকেলের ধাক্কায় তাবাসসুম নিহা (১২) নামে এক ছাত্রী নিহত হয়।
নিহত নিহা দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুলের নাতনী ও ফেনী সোনাগাজী উপজেলার চরলক্ষ্মীগঞ্জ গ্রামের মো. শাহ জামালের মেয়ে। সে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিহা তার ছোট ভাইকে স্কুলে দিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।
অপরদিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পিকআপ ভ্যানের ধাক্কায় উম্মে আয়মা বৈশাখ (১২) নামের আরেক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জে এলাকায় এ ঘটনা ঘটে। আয়মা স্থানীয় সালাউদ্দিনের মেয়ে।নিহতের ফুফাত ভাই জাহিদ হোসেন সুমন জানান, একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দেয়। পরবর্তীতে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/হিমেল