২৩ অক্টোবর, ২০২৩ ১৭:৩১

গাজীপুরে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালন

গাজীপুরে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালন করা হয়েছে। সোমবার গাজীপুর শহরের হাজীবাগ এলাকায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এ দিবসটি পালন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন ডা: খায়রুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: মামুনুল করিম, গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আনারুল করিম, গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ-পরিচালক মো: আফজাল হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুলতানা কামরুজ্জাহান চৌধুরী, কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট ডা: মুহম্মদ নাসির উদ্দিন। 

এ সময় ঢাকার মিরপুর সিআরপির কনসালট্যান্ট অকুপেশনাল থেরাপিষ্ট এবং শিশু বিভাগের ইনচার্জ সুলতানা রাজিয়া, অকুপেশনাল থেরাপিষ্ট নুসরাত জাহান রিক্তা, ফিজিওথেরাপিষ্ট আতিয়ার রহমান, ফিজিওথেরাপিষ্ট ফাইজা বাহাউদ্দিন, স্পিচ থেরাপিষ্ট মোঃ শাহজাজান, অকুপেশনাল থেরাপিষ্ট হাসানুল করিমসহ স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ একটি মোবাইল ক্লিনিক অংশগ্রহণ করে। 

পরে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি তুলে দেন। 

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুলতানা কামরুজ্জাহান চৌধুরী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। এই কেন্দ্রে শারীরিক মানসিকসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদান করা হয়। সেরিব্রাল পালসি রোগীদের মালটি ডিসিপ্লিনারি টিমের মাধ্যমে পুনর্বাসন ব্যবস্থা করা হয়। অটিজম শিশুদের অকুপেশনাল ও স্পিচ থেরাপি সেবা প্রদান করা হয়। এছাড়াও স্ট্রোক এবং ঘাড়ে ব্যথা, কোমড়ে ব্যথা, কথা বলতে বা বুঝতে সমস্যা এই রোগীদের সেবা প্রদান করা হয়। 

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর