শিরোনাম
২৪ অক্টোবর, ২০২৩ ১৮:১৯

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র কাটার, সুইস গিয়ার, চাকু, রশি, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন- আনোয়ার হোসেন (৪০), জসিম মিয়া (৩৫), জুয়েল মিয়া (২১), ফরহাদ হোসেন (৩৮) ও কামাল মিয়া।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, একদল ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পাওয় মাত্রই আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এরা সক্রিয় ডাকাত দলের সদস্য।          

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর