১ নভেম্বর, ২০২৩ ১১:৪৯

বান্দরবানে বিএনপির ১০ নেতা-কর্মী গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে বিএনপির ১০ নেতা-কর্মী গ্রেফতার

প্রতীকী ছবি

বান্দরবানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, মো. লিটন (৩৭), বাহাদুর আলম (৪৫), মো. আলমগীর হোসেন (৩৫), মো. আনোয়ার হোসেন (৩৪), মোজাম্মেল, আলী মিয়া (৩৯), শরীফ, বাদশা মিয়া (৩৫), আবদুর রহিম ও আবু ছালেক (৪৬)।

মঙ্গলবার ৩১ অক্টোবর দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

রোয়াংছড়ি থানার সাব ইন্সপেক্টর মো. হারুন রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯০৮, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর বিভিন্ন ধারায় এবং অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে তাদেরকে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুরাইয়া আকতারের আদালতে তোলা হয়। উভয়পক্ষের শুনানী শেষে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর