বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে শেষ দিনেও নারায়ণগঞ্জের রাজপথে অবস্থান নিয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমান। বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর প্রধান সড়কসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গাড়ি বহরে প্রদক্ষিণ করে বিশাল শোডাউন করে তার হাজার হাজার কর্মী-সমর্থক। এর আগেও পাড়া-মহল্লায় অবস্থান কর্মসূচিসহ নগরীতে প্রতিবাদ মিছিল ও মোটর সাইকেলে শান্তি শোভাযাত্রা কর্মসূচি পালন করেছিলেন তারা।
এবারের প্রতিবাদ মিছিলটিতে সামনে থেকে যুবনেতা আজমেরী ওসমান নেতৃত্ব দেন। শৃঙ্খলাবদ্ধভাবে তার পেছনে সারিবদ্ধ হয়ে অর্ধশতাধিক গাড়ি বহর এবং শত শত মোটর সাইকেলে চড়ে কর্মী সমর্থকরা বিএনপি-জামাতের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে স্লোগান দেন।
এছাড়াও সরকারের পক্ষে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়। তারা ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার,; ‘শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই,; ডাক দিয়েছে আজমেরী ভাই, ঘরে থাকার সময় নাই,; আজমেরী ভাইয়ের নেতৃত্বে আমরা আছি একসাথে স্লোগান দেন।এ সময় অন্যদের মধ্যে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আজহার, আলী হায়দার শামীম, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ নেতা কাজি আমীর, হামিদ, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, হোসেন, দিপু, আলম, শাকিলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।
বিডিপ্রতিদিন/কবিরুল