৪ নভেম্বর, ২০২৩ ১৯:৫১

লোহাগাড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লোহাগাড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে আনিকা আকতার (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার রাত দশটার দিকে আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আনিকা স্থানীয় আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী। তার পিতা স্থানীয় বাসিন্দা আকতার হোসেন।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, টিভি দেখা নিয়ে দাদির বকুনি খেয়ে অভিমান করে শুক্রবার রাতে বাসার ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে ঝুলতে থাকে আনিকা। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর