৫ নভেম্বর, ২০২৩ ১৯:৩১

বগুড়ায় ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

বগুড়ায় ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকল ১০টায় জেলা বিসিক কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। 

প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিসিকের এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনারা একটা পথ পাবেন। যে পথ আপনাকে একজন সফল উদ্যোক্তা তৈরিতে এগিয়ে নিবে। নিজের সক্ষমতার উপর নির্ভর করে কাজ শুরু করতে হবে। কাজের মাধ্যমে নিজের জায়গা তৈরি কর নিতে হবে। শ্রম দিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক একেএম মাফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিলটন, বগুড়া মোসলেমিয়া ওয়্যার এন্ড ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ'র স্বত্বাধিকারী রবসন কামাল। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক জিন্নাত আরা। এসময় বিসিক শিল্পনগরী কর্মকর্তা শাহিনুর রহমানের সঞ্চালনায় কোর্স সমন্বয়কারী ও বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা মমতাজ উদ্দিনসহ ২৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

জেলা বিসিক কার্যালয় সূত্রে জানা যায়, শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে ২৫ জন আগ্রহী প্রশিক্ষণার্থীদেরকে ৫ নভেম্বর থেকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত 'বিজনেস প্লান' সহ অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। দেশের অনেক শিক্ষিত যুবক ও মহিলা আছেন যারা নতুন শিল্প/ব্যবসা শুরু করতে চান কিন্তু স্বল্প পুঁজিতে কিভাবে তা করতে হবে তার যথাযথ নির্দেশনা পাচ্ছেন না, তাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণটি প্রণয়ন করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর