৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার যোহরের নামাজ পর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশন উদ্যাগে সিরাজগঞ্জ শহরের মাছুমপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ আয়োজন করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর বড় নাতি শেহেরিন সেলিম রিপন। দোয়া মাহফিলে সংগঠনের নেতাকর্মীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে শেষে খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ