১৯ নভেম্বর, ২০২৩ ১৮:২৬

দিনাজপুরে ধর্ষণের ঘটনায় আটক ২

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ধর্ষণের ঘটনায় আটক ২

তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুরের চিরিরবন্দরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- চিরিরবন্দরের মৃত মকবুল হোসেনের ছেলে রুবেল ইসলাম ও একই উপজেলার গণি অরফে দুলুর ছেলে আল-আমিন।

তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার আত্মগোপনে থাকা রুবেল ইসলামকে উপজেলার রেলকলোনী থেকে ও আরেক আসামি আল-আমিনকে র‌্যাব-৬ এর সহযোগিতায় খুলনা বিভাগের বাগেরহাটের কচুয়া থেকে শনিবার রাতে আটক করা হয়।

রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, আটককৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ঘটনার পর তারা গা ঢাকা দেয়। মোবাইলের লোকেশন ট্রাকিং করে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান চিহ্নিত করা হয় এবং তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত আটক করা হবে। 

 বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর