উখিয়ার থাইংখালী ১৯ নং ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আরসার হামলায় সাবেক হেড মাঝি আতাউল্লাহ (৫০) নিহত হয়েছেন। তিনি ওই ক্যাম্পের ব্লক-এ/১-এর বাসিন্দা মৃত জালাল আহমদের ছেলে।
আজ শনিবার সকালে ১৯নং ক্যাম্পের ব্লক-এ/৮ এর ইয়াছিন জোহার দোকানের পাশে এই ঘটনাটি ঘটে।
উখিয়ার থানার অফিসার ইনচার্জ শামীম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী আরসা গ্রুপের দুষ্কৃতকারীরা আতাউল্লাহ নামের এক সাবেক হেড মাঝিকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আতাউল্লাহকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল