গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় সাকিব হাসান (১৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলের অপর আরোহী নাহিদ হাসান (১৫) আহত হয়েছেন। নিহত সাকিব হাসান কাপাসিয়া উপজেলার বারিষাব নয়ানগর গ্রামের মোবারক হোসেন কাশেমের ছেলে। সাকিব হাসান স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।
কাপাসিয়া থানার ওসি মো: আবুবকর মিয়া ও এলাকাবাসী জানান, শনিবার দুপুরে নাহিদ হাসানকে সঙ্গে নিয়ে সাকিব মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে আমরাইদ বাজারে যাচ্ছিল। গিয়াসপুর বাজারের পাশের খান বাড়ী মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক সাকিব হাসান ঘটনাস্থলেই মারা যায় এবং নাহিদ হাসান আহত হয়। গুরুতর আহত নাহিদ হাসানকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম