গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মারা গেছেন। শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন ওই কারাগারের সিনিয়র সুপার সুব্রত কুমার বালা।
নিহতের নাম-মো. গোলাপ রহমান (৬৩)। তিনি চট্টগ্রামের চাঁদগাঁও থানার চর রাঙ্গামাটিয়া এলাকার মৃত হাজী আব্দুল মিয়ার ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার সুব্রত কুমার বালা জানান, ঢাকার পল্টন থানায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্যের আইনের একটি মামলায় গ্রেপ্তারকৃত গোলাপ রহমানকে গত ২ নভেম্বর এ কারাগারে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে এ কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগে ভুগছিলেন। শনিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকেল পৌণে ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়। তিনি হৃদরোগে ভুগছিলেন।
বিডি প্রতিদিন/এএম