গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালি গ্রামে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। বিশেষ ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। মাঠ দিবস ও কৃষক সমাবেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার চাষীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম