রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে রিমন ফকির (২২) ও একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. আসাদুল্লাহ আল গালিব (২০)।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রিমন ও গালিব বিকেলে নিজ গ্রাম থেকে মোটরসাইকেল যোগে মাছপাড়া যাচ্ছিলেন। মহাসড়কের হেনা মোড় এলাকায় আসলে রাজবাড়ীগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছেন।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, ট্রাকচাপায় দুই যুবক মারা গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ও তার সহযোগী পলাতক। এ ব্যাপারে আইনি কার্যক্রম চলমান।
বিডি প্রতিদিন/এএম