রংপুরে বাম জোটের মিছিলে পুলিশি বাধা এবং ১০ নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছেন জোটের নেতারা। তবে পুলিশ বলছে, বিনা অনুমতিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
শনিবার বিকেলে রংপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল রংপুর প্রেসক্লাব থেকে সুপার মার্কেট অতিক্রম করাতে পুলিশ বাধা দেয়। ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বাম গণতান্ত্রিক জোটের নেতা, বাসদ রংপুর জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, কমিউনিস্ট পার্টি রংপুর জেলা সভাপতি কাফি সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা আহ্বায়ক সাজু বাসফোরসহ আরো ১০ নেতাকর্মী আহত হওয়ার দাবি করেন জোটের নেতা আনোয়ার হোসেন বাবলু।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ আহমেদ বলেন, তারা বিনা অনুমতিতে মিছিল বের করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিডি প্রতিদিন/এএম