ফরিদপুরের চরভদ্রাসনে পঞ্চাশ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে সদর ইউনিয়নের উত্তর আলম নগর মধু শিকদারের ডাঙ্গী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ওই গ্রামের বাসিন্দা রশিদ প্রামানিকের ছেলে মামুন প্রামানিক(৩২) ও শেখ ফজলের ছেলে রিপন শেখ(৩২)। মামুনের কাছ হতে ত্রিশ পিছ ও রিপনের কাছ হতে বিশ পিছ ইয়াবা জব্দ করে পুলিশ। আজ রবিবার সকাল ১০টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক শাহিন মিয়া। এসময় তার সাথে ছিলেন এএসআই আলী আকরাম ও থানার পুলিশ সদস্য। শাহিন মিয়া বলেন, গ্রেফতারকৃদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনীর ১০ (ক) ধারার মামলা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ