বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির গোপালগঞ্জ জেলার শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের সিমি কমিউনিটি সেন্টারের হল রুমে এ পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি গ্রাম ডাক্তার আব্দুল সাত্তার।
বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ, গোপালগঞ্জ বিসিবিএসের উপদেষ্টা এ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিন, এ্যাকটিভ ইউনানি ল্যাবরেটরিজের নির্বাহী পরিচালক মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, ড্রাগ সুপার বিথি রানী মন্ডল, গোপালগঞ্জ বিসিএস এর সভাপতি কমল রায় চৌধুরীসহ (টিকু) গোপালগঞ্জ জেলার গ্রাম ডাক্তারগণ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা গ্রাম ডাক্তার কাজী আনোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/এএ