চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় ৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ২ জন। যদিও কলেজটিতে শিক্ষকের সংখ্যা ১৭ জন। আজ রবিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, ২০০৫ সালে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় ভোলাহাট কলেজটি প্রতিষ্ঠিত হলেও এ বছর এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে বাণিজ্য ও সাধারণ শাখা থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয় এবং সাধারণ বিভাগ থেকে ৪ জন অংশ নিয়ে মাত্র একজন পাস করে।
এ ব্যাপারে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, এ বছর যেসব শিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলো তাদের পড়াশোনায় তেমন আগ্রহ ছিলো না। তাই ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন পাস করেছে এবং বাকি ৩ জন ফেল করেছে। তিনি আরও বলেন, কলেজটিতে বর্তমানে ১৭ জন শিক্ষক আছেন। কিন্তু এমপিওভুক্ত কলেজ না হওয়ায় এখানে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ খুবই কম। যার কারণে এই কলেজে বেশি শিক্ষার্থী নেই। এই প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বলেন, ভোলাহাট কলেজ সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ