আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর পরই রবিবার সন্ধ্যায় নোয়াখালীতে একরামুল করিম চৌধুরীর পক্ষে মিষ্টি বিতরণ ও দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। টেলিভিশনে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর পরই নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।
এ সময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে একরামুল করিম চৌধুরীকে চতুর্থ বারের মতো পুনরায় নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ এবং নোয়াখালীবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় তারা দলীয় নেতাকর্মী ছাড়াও একরাম চৌধুরীর পক্ষ থেকে সাধারণ ব্যবসায়ীসহ সকলকে মিষ্টি বিতরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা জানান, একরাম চৌধুরী মাটি ও মানুষের নেতা এবং একজন জনপ্রিয় নেতা হিসেবে নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।
এ সময় জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমদ জুয়েল, আওয়ামী লীগ নেতা তানভীর খলিল বাবু, কমিশনার ফখরুল, মজনু, রাজু, রকি এবং শাওনসহ শত শত দলীয় নেতাকর্মীকে উৎসব ও মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল