সিরাজগঞ্জের সলঙ্গায় শিশু কন্যাকে হত্যার দায়ে বাবা মনিরুল ইসলাম ওরফে রঞ্জু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
রবিবার দুপুরে জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) মো: আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মো. মনিরুল ইসলাম ওরফে রঞ্জু মিয়া সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাজনীন নাহারের সাথে পাশ্ববর্তী সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মনিরুল ইসলাম ওরফে মঞ্জুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মঞ্জু স্ত্রী নাজনীন নাহারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এ অবস্থায় নাজনীন দুই মাসের গভবর্তী হওয়া অবস্থায় স্বামী রঞ্জু মিয়া নাজনীন নাহারের তলপেটে লাথি মারলে রক্তক্ষরণ হয়। সংবাদ পেয়ে নাজনীনের বাবা নজরুল ইসলাম মেয়ে নিয়ে ঢাকায় চলে যায়। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি নাজনীন নাহার কন্যা সন্তান জন্ম দেয়। ২০২২ সালের ২৭ মার্চ নজরুল ইসলাম নাতনী ও মেয়েকে নিয়ে নিজ গ্রাম উল্লাপাড়ায় আসেন। এ সময় রঞ্জু মিয়া ও তার মা ও বাবা নজরুল নাজনীনের বাসায় এসে ভালোমন্দ বলে নাতনি ও মেয়েকে রঞ্জু তাদের বাড়িতে নিয়ে যায়। ৩০ মার্চ দুপুরে নাজনীন তার মেয়ে রাইসাকে ঘরে ঘুমিয়ে রেখে গোসলখানায় যায়। এ সময় রঞ্জু মেয়ে রাইসাকে ঘর থেকে কোলে তুলে নিয়ে বাইরে এসে হাত দিয়ে আঘাত করে। এতে রাইসা খাতুন ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে মনিরুল ইসলাম রঞ্জুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য শেষে রবিবার আসামির উপস্থিতিতে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি জেবুন্নেচ্ছা (জেবা রহমান) মামলাটি পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল