আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। আজ সোমবার ধানমন্ডি দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে তিনি মনোনয়ন গ্রহণ করেন।
মনোনয়ন পেয়ে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, মানুষের ভালাবাসা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা ও এলাকার প্রিয় নেতাকর্মী ভাইবোনদের পরিশ্রমের ফসল আওয়ামী লীগের এ মনোনয়ন। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসার লক্ষ্য আমাকে মনোনয়ন দেয়ায় জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সবার প্রতি আমি কৃতজ্ঞ।
বিডি প্রতিদিন/এএ