সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দ্বিতীয় বাইপাস ফনির মোড় এলাকায় জেলা বিএনপি এ মিছিল করে। মিছিল শেষে সমাবেশ করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মোর্শেদ মিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, বিএনপি নেতা জহুরুল ইসলাম ডালু, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, আরিফুর রহমান পিন্টু, আবু সালেহ নয়ন, শামিম রেজা শামিম, ময়নুল হক উজ্জল, একে আজাদ, আইনুল হক, শহিদুল ইসলাম শহিদ, শিবলী সাদিক মানিক, যুবনেতা হারুনর রশীদ সুজন, আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই