ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে আগুনে পুড়ে প্রণয় নামে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দীন। পুলিশের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
নিহত প্রণয় দেবীপুরের মন্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে দিপুর স্ত্রী শিশু প্রণয়কে ঘুমিয়ে রেখে বাইরে গোবর কুড়াতে যায়। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে আগুন লেগে ঘরে। এসময় ঘরে ঘুমিয়ে থাকা শিশুটি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দিন।
বিডি প্রতিদিন/এএম