ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে পুলিশ সদর উপজেলার বিক্রম হাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন স্থানীয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি খাদের ছন গাছের জঙ্গলের মধ্যে একটি মরদেহ দেখতে পায়। এ সময় তারা পুলিশকে বিষয়টি অবহত করেন। পুলিশ গিয়ে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ওই নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর হতে পারে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছালাম মিয়া বলেন, মৃতদেহটির শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্ত শেষে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ