দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও প্রতিনিধিদের নিয়ে অনলাইন নমিনেশন সাবমিশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নচূড়া কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কমিশনের আয়োজনে আয়োজিত কর্মশালায় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের, এজেন্ট অথবা প্রতিনিধিদের ২০ জনের একটি দলকে অনলাইন প্রশিক্ষণ করানো হয়। প্রশিক্ষণে নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ, প্রশিক্ষক জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা ও সহকারী প্রোগ্রামার জাহিদ আহমেদ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রশিক্ষণার্থীদের মাঝে আগামী ৩০ নভেম্বর সময় সীমার ভেতরে কি কি উপায়ে প্রার্থী আসতে না পারলেও মনোনয়ন দাখিল করা যাবে তার বিস্তারিত প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন।
বিডি প্রতিদিন/নাজমুল