আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে সাতক্ষীরার চারটি আসনেই স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের সাত নেতা।
সাতক্ষীরা (তালা-কলারোয়া)-১ আসনে মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বর্তমান এ আসনে ১৪ ও ১৮ সালের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির এমপি এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ২০০৮ সালের নির্বাচিত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধ প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি সরদার মুজিব এবং তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। ইতোমধ্যে তারা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। অনেকে মনোনয়ন পত্র ক্রয় করে তা জমাও দিয়েছেন। তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যেহেতু নির্বাচন করতে নিষেধ করেননি, সে কারণে তারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরাসদর) আসনে মনোনয়ন পেয়েছেন সদর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এ আসনে ১৪ ও ১৮ সালের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান বলে সাংবাদিকদের জানিয়েছেন।
সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জেরএকাংশ) আসনে চতুর্থ বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান এবি এম মোস্তাকিম।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর উপজেলা ও কালিগঞ্জ উপজেলার একাংশ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। এই আসনে একাদশ জাতীয় সংসদের সদস্য এস এম জগলুল হায়দার এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদ মেহেদি।
এছাড়া আওয়ামী লীগের আরও দু’একজন প্রার্থী হতে পারে বলে শোনা যাচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল