২ ডিসেম্বর, ২০২৩ ১৭:৫৬

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

বগুড়ার শেরপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় মো. সাহেব আলী নামের এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম এই তথ্য জানান। এর আগে গত শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ব্যবসায়ী সাহেব আলী উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের বাসিন্দা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম জানান, উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামে বেশকিছুদিন ধরে জলাশয় সংস্কারের নামে ফসলি জমির মাটি কাটা হচ্ছিল। অভিযুক্ত মাটি ব্যবসায়ী সাহেব আলী ওই স্থান থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছিলেন। এ খবর পেয়ে গত শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এসময় তাকে হাতেনাতে আটক করা হলে মাটি কাটার বিষয়টি স্বীকার করেন তিনি। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী সাহেব আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে অনুমতিবিহীন যেন মাটি কাটতে না পারে সেজন্য স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেনকে মাটিকাটার যন্ত্র (স্কেভেটর) জিম্মায় দেওয়া হয়। অভিযানে শেরপুর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর