শেরপুরের শ্রীবরদীর উপজেলার রাণিশিমুল এলাকার কেরানীবাড়ী মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র মারা গেছেন। মোটর সাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে। নিহত ওই শিক্ষার্থী হলো নুরুজ্জামানের ছেলে মেহেদী(২৩) অপরজন আতাউর রহমানের ছেলে লাভলু (১২)। আহত যুবকের নাম আবু হানিফ(১৮)।
আহত ও নিহতদের বাড়ী শ্রীবরদী উপজেলার রাণি শিমুল ইউনিয়নে। লাভলু এ বছর এইচএসসি পাশ করেছে মেহেদী বিএ প্রথম বর্ষের ছাত্র। 
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ১ ডিসেম্বর বিকাল পাঁচটার দিকে ওই তিন যুবক পার্শবর্তি ঝিনাইগাতি উপজেলা থেকে শ্রীবরদী শহরে যাচ্ছিলেন। ঘটনাস্থলের মোড়ে আসলে ব্রেক ফেল করে সড়কের পাশে একটি তাল গাছে লেগে গেলে ঘটনাস্থনেই দুই যুবকের মৃত্যু হয়।এসময় গাড়ীর গতি বেপরোয়া ছিল ও যুবকদের মাথায় হেলমেট ছিল না। দুই ছাত্রের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান ছিদ্দিক জানিয়েছে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        