৪ ডিসেম্বর, ২০২৩ ২১:০০

সাতক্ষীরার ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ, অবৈধ ১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ, অবৈধ ১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার মোট চারটি সংসদীয় আসনে দাখিলকৃত ৩৭ জনের মনোনয়নপত্র যাচাই বাছাইয় শেষে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার। এরমধ্যে সাতক্ষীরা-২ সদর আসনের মুক্তিজোট প্রার্থী আব্দুল আজিজ ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে দাখিলকৃত সকল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির এ ঘোষনা দেন।

জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির জানান, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদেরকে কোনো ধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরার ৪টি আসনের মধ্যে তালা-কলারোয়া-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। এ আসন থেকে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবুর রহমানসহ মোট তিন জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠ দখল রেখেছেন। এদের মধ্যে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও অপর স্বতন্ত্র প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এস এম মুজিবর রহমান ওরফে সরদার মুজিব। বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। এছাড়া অপর হেভিওয়েট প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্ মাঠে রয়েছেন। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী শেখ ওবায়েদুস সুলতান বাবলু, তৃণমূল বিএনপির সুমি, মুক্তিজোট শেখ মোঃ আলমগীর, বাংলাদেশ কংগ্রেস এর মোঃ ইয়ারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল ইসলামও মাঠে রয়েছেন। 

সাতক্ষীরা-২ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু। এ আসনে বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনছান বাহার বুলবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, ন্যাশনাল পিপলস্ পার্টির মোঃ আনোয়ার হোসেন, জাকের পার্টির শেখ এফতেখার আল মামুন সুমন,ওয়ার্কার্স পার্টির মোঃ তৌহিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মোঃ কামরুজ্জামান বুলু, তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী।

সাতক্ষীরা (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার একাংশ)-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্তমান এমপি ডাঃ আ.ফ.ম রুহুল হক মাঠে কাজ করছেন। এ আসন থেকে আওয়ামী লীগের কোন স্বতন্ত্র প্রার্থী মাঠে না থাকলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে রায়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ আলিপ হোসেন, তৃণমূল বিএনপির রুবেল হোসেন, জাকের পার্টির মোঃ মঞ্জুর হাসান, ন্যাশনাল পিপলস্ পার্টির মোঃ আব্দুল হামিদ, বাংলাদেশ সাম্যবাদী দল শেখ তারিকুল ইসলাম।

সাতক্ষীরা (শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার একাংশ)-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন মাঠে কোমর বেধে কাজ করছেন। এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রী মাসুদা খানম মাঠে রয়েছেন। এছাড়া নৌকার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মনোনীত প্রার্থী সাবেক এমপি ও জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ, এম গোলাম রেজা। এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদি, বাংলাদেশ কংগ্রেস মোঃ শফিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস্ পার্টির শেখ একরামুল. স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান মাঠে রয়েছেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর