৪ ডিসেম্বর, ২০২৩ ২১:৫৫

ফরিদপুরে ৩ জনের মনোনয়ন বাতিল, স্থগিত ১

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ৩ জনের মনোনয়ন বাতিল, স্থগিত ১

মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ আসনের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। দুটি আসনে যাচাই বাছাইকালে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আর একজনের স্থগিত করা হয়েছে। 

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে ফরিদপুর-৩ (সদর) আসনের মনোনয়ন বাছাই করা হয়। এ আসনে ৮ জনের মধ্যে বাছাইকালে নানা অসঙ্গতি থাকায় স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক হোসেন, বিএনএম প্রার্থী গোলাম রব্বানী খান মুন ও বাংলাদেশ কংগ্রেসের আউয়াল মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। 

পরে দুপুর ২টায় ফরিদপুর-৪ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। এ আসনে আয়কর রিটার্ন তালিকা সম্পূর্ন না থাকায় জাতীয় পার্টির প্রার্থী মোঃ আনোয়ার হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। তবে মঙ্গলবারের মধ্যে আয়কর রির্টান জমা দেবার সুযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ফরিদপুরের ৪টি আসনের মোট ২০জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর