টাঙ্গাইল সখীপুরে ঐতিহ্যবাহী মেদুলী পুকুরে মাছ ধরার উৎসব আয়োজন করা হয়েছিল। শনিবার সকাল থেকে দুপুর ২ট পর্যন্ত উপজেলার বড়চওনা চাম্বলতলা গ্রামে এ মাছ ধরার উৎসব দেখতে আসে কয়েক হাজার মানুষ। উৎসবে ৪২ জন মৎস্য শিকারী অংশ নেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্শ্ববর্তী ঘাটাইল, ফুলবাড়িয়া, ভালুকা এবং সখীপুর উপজেলার সৌখিন মৎস্য শিকারীরা শিবজাল দিয়ে মাছ ধরছে। ৪-৫ ঘণ্টার মধ্যে প্রত্যেক মৎস্য শিকারীরা দেশি প্রজাতির প্রায় ৩০ থেকে ৪০ কেজি মাছ ধরে। সরকারিভাবে ইজারা নিয়ে বিশাল এই পুকুরে মাছ চাষ করেন স্থানীয় একজন।
মাছ ধরতে আসা জয়নাল মিয়া বলেন, অনেক দিন পর মাছ ধরা নিয়ে মজা করলাম। খুব আনন্দ পাইছি এবং প্রায় ৩৫ কেজি মাছ ধরছি। 
নজরুল ইসলাম চৌধুরী বলেন, লাভ-লস যাই হোকনা কেন সৌখিন মৎস্য শিকারীদের নিয়ে উৎসবমুখর সময় কাটলো। এলাকার শিশু নারী পুরুষ সবাই একটা আনন্দ উপভোগ করলো। আশাকরি প্রত্যেক বছর এই উৎসব পালন করবো।  
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        