১১ ডিসেম্বর, ২০২৩ ০০:১৭

নোয়াখালীতে নৈশ প্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট, ৫ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নৈশ প্রহরীকে হত্যা করে স্বর্ণ লুট, ৫ ডাকাত গ্রেফতার

সংগৃহীত ছবি

নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট পশ্চিম বাজারে দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে লক্ষ্মীপুর জেলার চর মার্টিন থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় অভিযান চালিয়ে লুট হওয়া ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশ  সূত্রে এই তথ্য  জানা গেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হাসান ও ডিবি ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে চর মার্টিন থেকে ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করে।

শুক্রবার ভোর রাতে একদল ডাকাত কবিরহাট থানার চাপরাশীর হাটে ডাকাতির করতে গেলে নৈশ প্রহরী শহীদ উল্যাহ (৫০) বাধা দেন। ডাকাতরা  ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে পর্যায়ক্রমে ২ টি স্বর্ণের দোকানে লকার গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কেটে ২৫০ ভরি স্বর্ণসহ ৩ কোটি লুট করে নিয়ে যায়। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর