বগুড়া জেলায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। এর আগের দিন গত মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৪ ডিগ্রি। ফলে বগুড়ায় শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ জানান, বুধবার বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ জেলায় শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তিনি জানান, বগুড়া জেলাজুড়ে ভোর থেকেই ঘন কুয়াশা রয়েছে। শৈত্যপ্রবাহ চলছে। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।
বিডি প্রতিদিন/এমআই