গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের পলাশবাড়ি উপজেলার রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ব্যালট বাক্স ভাঙচুর চালিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা। এ ঘটনায় ওই কেন্দ্রে আধা ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত করা হয়।
দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালে পলাশবাড়ী উপজেলার রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোচ্ছাছের রহমান তালুকদার।
প্রিজাইডিং অফিসার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসা ভোটারদের রাস্তায় আটকিয়ে ভয়ভীতি ও কেন্দ্রে আসতে বাধা দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। বাধা উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে আসায় কেন্দ্রের বাহিরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরে দেশিও অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বাক্স ও চেয়ার ভাঙচুর করে জামায়াত-শিবিরের কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পালিয়ে যায় তারা।
রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোচ্ছাছের রহমান তালুকদার বলেন, সকাল থেকেই কেন্দ্রের আশেপাশে অবস্থান নেয় বিএনপি ও জামায়তের কর্মীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে কেন্দ্রে হামলা করে তারা। এ সময় ব্যালট বাক্স ভাঙচুর করা হয়।
বিডি প্রতিদিন/এএম