খাগড়াছড়ির পানছড়িতে জাল ভোট প্রদানের অপরাধে ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পানছড়ি উপজেলার ছোট পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন- মো: সওকত (২০), জাহিদ হাসান (১৮), মো: হালিম (২০), মো: কূল মিয়া (২২)। তারা সকলে পানছড়ির ফাতেমনগরের বাসিন্দা।
দুপুরের দিকে জাল ভোট দিতে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ হাসানের ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ওসি শফিউল আজম জানান, আটকৃতরা থানায় রয়েছে। তাদের ৬ মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ