১০৬ বছর বয়সী আমিজা বেগম ভোট দিতে পেরে উৎফুল্ল। তিনি সকাল দশটায় বদরগঞ্জ জামু বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দেন।
তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে খুব শান্তি পেলাম।
আমিজা বেগম বদরগঞ্জ পৌর এলাকার পশ্চিম বালুয়া ভাটা এলাকার বাসিন্দা। তার মেয়ে নুরজাহান তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন।
প্রায় একই ধরনের অভিব্যক্তি প্রকাশ করেন ১১৫ বছর বয়সী গোলজাহান বেগম। জাদু নগরে তার বাসা, তিনিও মেয়ে আসমার সাথে ভোট দিতে এসেছেন।
জামু বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২০০৮ জন। প্রিজাইডিং অফিসার আব্দুল সালাম বলেন, সকাল ১০ টা পর্যন্ত ১০০ উপরে পর্যন্ত ভোট পড়েছে।
বিডি প্রতিদিন/হিমেল