দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কুয়াশার মধ্যে সকাল থেকেই নারী এবং পুরুষ ভোটারেরা প্রতিটি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা গেছে। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। প্রতিটি লাইনেই পুরুষ ভোটারদের থেকে মহিলা ভোটারের উপস্থিতি কম ছিলো।
এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোট কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সকাল নয়টায় ফরিদপুর সদর আসনের নৌকা প্রতিকের প্রার্থী শামীম হক আলীপুর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। অপরদিকে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ সকাল নয়টায় হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহ তার নিজ কেন্দ্র কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। একই আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন তার নিজ ভোটকেন্দ্র আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনকান্দা স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোঃ আব্দুর রহমান তার নিজ কেন্দ্র কামালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএ