দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী মীর সামছুল আলম লিপ্টন ভোট বর্জন করেছেন।
রবিবার (৭ জানুয়ারি) দুপুরে তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন।
এসময় জাতীয় পার্টির প্রার্থী মীর সামছুল আলম লিপ্টন বলেন, নিরপেক্ষ ও উৎসবমুখর ভাবে ভোট প্রদানের পরিবেশ ছিল না। সকাল সাড়ে ৮টার দিকে প্রতিটি কেন্দ্রের নৌকার সমর্থকরা তাদের ভোটকেন্দ্র থেকে এজেন্টের বের করে দিয়ে সিল মারার মহোৎসব চালায়।
এ জন্য ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ