বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে জালভোট দেওয়ার অপরাধে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এক আওয়ামী লীগ নেতাকে। তিনি শহিদুজ্জামান সাবু (৫৮)। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। রবিবার বেলা ২টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার এসিলাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার সময় তিনি হাতেনাতে ধরা পড়েন।
এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গৌতম কুমার বিশ্বাস বলেন, জালভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ায় মহিদুজ্জামান সাবুকে কর্তব্যরত জুডিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুল ইসলাম ২ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বিডি প্রতিদিন/এএ