ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-৪ আসনে আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফাই ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন।
হিরো আলম বলেন, এবারের নির্বাচনেও নানা রকম অনিয়ম হয়েছে। এসব নিয়ে রাত ৮টার দিকে সংবাদ সম্মেলমে কথা বলবো।
হিরো আলম বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসে মনোনীত ডাব মার্কার প্রার্থী। আজ রবিবার সকাল ৮টায় আসনটিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টার দিকে।
এই ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে আছেন ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকে প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এছাড়া বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লাসহ আরও চারজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        