ভোলা-৩ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব) জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রবিবার (০৭ জানুয়ারি) দুপুরে তার বাসায় এক সংবাদ সম্মেলনে করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
এসময় তিনি অভিযোগ করেন, তার এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকা মার্কায় প্রকাশ্যে সিল মারা হচ্ছে। অভিযোগ দেওয়ার পরও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। সুষ্ঠ ভোটের পরিবেশ নেই।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত মেজর জসিম এই আসনের সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন। এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ