নাটোর- ৩ (সিংড়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ১১৮টি কেন্দ্রের ফলাফলে জুনাইদ আহমেদ পলক, নৌকা পেয়েছেন ১,৩৫,৮০২ ভোট এবং সতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক ঈগল পেয়েছেন ৪২,৯৯৭ ভোট। মোট ৯২৮০৫ ভোটে নৌকা জয় লাভ করেছে।
প্রতিক্রিয়ায় জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ার ৫ লক্ষ জনগোষ্ঠীর অভিভাবক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবো। জনগণ আমার ওপর আস্থা রেখেছে এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, এ নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        