জামালপুরে ভোট বর্জনসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ৫ সংসদীয় আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার ইসলামপুর ও সরিষাবাড়ী উপজেলায় নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড গুলি নিক্ষেপ করে।
রবিবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় জামালপুরের ৫টি সংসদীয় আসনে ভোটগ্রহণ। সকাল থেকে কোনো প্রকার সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুর বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। বিকাল ৩টার দিকে একই কেন্দ্রে ফের নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটার আঘাতে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়।
এ সময় ভোট কেন্দ্রের পাশে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করে ট্রাক প্রতীকের সমর্থকরা। অপরদিকে সকাল ১১টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে নৌকা প্রতীকের দুই এজেন্ট আহত হন। গুরুতর আহত অবস্থায় নৌকা প্রতীকের এজেন্ট মুমিনুলকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতর নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আবদুর রশীদের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিকাল ৪টার দিকে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ ফরিদুল হক খান দুলালের সমর্থকদের সাথে কাচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড গুলি ছোড়ে।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, দ’ুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়া হয়। তবে কত রাউন্ড সেটা এখনও হিসাব করা হয়নি।
অপরদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বেলা ৩টার দিকে ভোট বর্জন করে জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রেজনু। এছাড়াও দুপুরে ভোট বর্জন করেন জামালপুর-৩ আসনের জাতীয় পার্টি লাঙলের প্রার্থী মীর শফিকুল আলম লিপটন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        