উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ফেনীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফেনী-১ ও ফেনী-২ আসনের নৌকার প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করতে যাচ্ছে। ফেনী ১ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম।
সকাল ৮টায় ফুলগাজী উপজেলার বন্দুয়া কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের বিশাল লাইন। পরবর্তীতে সকাল ১০টায় ছাগলনাইয়া উপজেলার জয়পুর কেন্দ্রে গিয়েও দেখা যায় ভোটাররা লাইন ধরে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। ফেনী ১ আসনের ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটের এমন চিত্রই দেখা যায়। ভোটাররা জানায়, এই আসনে এর চেয়ে বেশি ভোটার অতীতে কখনও দেখা যায়নি।
এই আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল। রাত ৭টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সূত্রে পাওয়া ১১৫টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রাথী আলাউদ্দিন নাসিম পেয়েছেন ৫৩ হাজার ৬২৭ ভোট। লাঙ্গল প্রতীকের শাহরিয়ার ইকবাল পেয়েছেন ১ হাজার ২৯৯ ভোট।
ফুলগাজীতে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গণনা। ভোট গণনার ফলাফল অনুযায়ী বিপুল ভোটে আলাউদ্দিন নাসিম জয় লাভ করতে যাচ্ছেন।
ফেনী-২ আসনে নৌকার প্রার্থী স্পষ্ট ব্যবধানে জয়ের পথে রয়েছেন। এই আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ১৪০টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে। ফলাফল অনুযায়ী নিজাম উদ্দিন হাজারী পেয়েছেন ৬৩ হাজার ১৯৪ ভোট ও লাঙ্গল প্রতীকের প্রার্থী খোন্দকার নজরুল ইসলাম পেয়েছেন ৬০৩ ভোট।
ফেনী ৩ আসনে লাঙ্গলের প্রার্থী লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী জয়ের পথে রয়েছেন। এই আসনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ নেতা) দুপুর সাড়ে তিনটার দিকে নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেন। এই আসনে ১৪৪টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৫ হাজার ৬৭২ ভোট ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৯৫ ভোট।
এর আগে রহিম উল্লাহর হাতে সোনাগাজী উপজেলার ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আমির হোসেন নামে একজন প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি কমিটি ঘোষণা করা হয়। তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য রিটার্নিং কর্মকর্তা নির্দেশনা দিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        