দ্বাদশ সংসদ নির্বাচনে লালমনিরহাটে তিনটি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
লালমনিরহাট- ১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন : ১৩২টি ভোট কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মোতাহার হোসেন নৌকা প্রতীকে- ৮৯ হাজার ৯০৩ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান ঈগল পাখী ৭৪ হাজার ০৩২ ভোট পান। আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীকে) ১৫ হাজার ৮৭১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাট -২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে-১৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নৌকা প্রতীকে -৯৭২৪০ ভোট পান। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক (ঈগল পাখী) প্রতীকে ৫০ হাজার ৫০০ ভোট পান। আওয়ামী লীগের প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ৪৬ হাজার ৭৪০ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত।
লালমনিরহাট ৩ (সদর ) আসন : ৮৯টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান নৌকা প্রতীকে ৭৬ হাজার ৪০১ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেন ঈগল পাখী প্রতীকে ১২০৮০ ভোট পান। জাতীয় পার্টির প্রার্থী জাহিদ হাসান লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৩৪৫ ভোট পান। আওয়ামী লীগের প্রার্থী মতিউর রহমান (নৌকা) প্রতীকে ৬৪ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। লালমনিরহাটে তিনটি আসনে নৌকা মার্কা জয়লাভ করায় সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        