নেত্রকোনা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বেরসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৫ হাজার ৩৫৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয় ঈগল প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ২৮৭ ভোট। দুইজনের ভোটের ব্যবধান ১৯ হাজার ৬৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে আজ রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ